দুটি কবিতা : মনোজ দে
১.
বাষ্পমোচন
ঋতুদোষ। তোমায় ধাবিত করে
কৃষিকাজ না জানা অঞ্চল
খড়কুটো জোগাড় করো। তাতে কিছু
প্রাচীন কৌশল, রন্ধনশিল্প মেশাও
বিয়ে নেই। লগ্ন নেই আজ
তবুও পৃথিবী
তোমার যৌনতায় দাঁত বসাই
২.
বান্ধবীকে
পেঁয়াজ। বিস্ময় খুলি
হেমন্ত আসেনি আজ
রুক্ষ সুর। চারিদিকে বিষম প্রতীক
প্লাবনের জল ফিরে যায়
ফিরে যায়
প্রিয় চিঠি
তুমি তো কখনো স্থবির ছিলে না!
বড় কম কথা। পড়ে মনে হল - এটা কী হল? সাহস করে বলে গেলাম।
ReplyDeleteমনে থাকবে, রেনেসাঁ 😊
Delete