।। কবিতা ।। অনিকেশ দাশগুপ্ত ।।






অনিকেশ দাশগুপ্তের দুটি কবিতা 


একটি কাল্পনিক মৃত্যু

চারিদিকে পবিত্র প্রতিধ্বনি বেজে উঠছে
একটা কল্পনা, ছায়ার সাঁতার ছেড়ে উড়ে গেলো
অতি-ব্যক্তিগত স্বর্গে ,
প্রতিনিয়ত যে মুখ থেকে নিভৃতে চুম্বন আঁকা হচ্ছে
হঠাৎ যেন তার পৃথিবী দেখানো হল আমায়,
তার অন্তর্গত দাঁত জিভ ঘুমন্ত দাবী
এবং জন্ম থেকে
বেড়ে ওঠা মুগ্ধ অবস্থান এক মুহূর্তে ভেঙে গেলে -
আমি যেকোন গোছানো সংসারে ভাগ বসাই ,
সমস্বরে ভয়কে, জ্যোৎস্নার আড়কাঠিতে ভরিয়ে তুলি
আপাতত এইভাবে আমি দাঁড়িয়ে রয়েছি,
পা থেকে মাথা পর্যন্ত অলৌকিক চন্দনে অলংকৃত




রৌদ্রের ডায়েরি থেকে


সূর্য ফিরে যাচ্ছে সংজ্ঞার উর্দ্ধে
রক্তমাস শেষ হয়ে এলো ,
উপত্যকার চারপাশে নরম আলোয়
          ফের চোখ খুলেছি শেষবারের মতো,
দূরদেশী বন্দনা ভেসে আসছে
ঘনঘাসে মোড়া আসন আমার
    ক্রমশ সেঁধিয়ে যাচ্ছে সভ্যতার গোলুইয়ে

কতদিন পর তাহলে নিজের শ্রীবিগ্রহ টের পাই -
মাটির তাল চেপে ধরি পৌরুষহীন শরীরে,

সারাদিন আজ লক্ষ্য করেছি অনবরত রঙ্গীন পেখম
রঙও তো প্রতীক হয় জানি
      টেলিপ্যাথি হয়, অভিশাপ হয়, পেখমের মতো

ছেড়ে যাওয়ার শব্দ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে
            পাখির অভিবাদন গ্রহণ কোরো হে পৃথিবী

2 comments: