।। কবিতা : সুতনু হালদার ।।



চারটি কবিতা : সুতনু হালদার


বায়োডাইভারসিটি

 গীতবিতানের মড়কা খাওয়া পাতাগুলোর
পরোক্ষ ইন্ধনে আমি হিটলারি কুয়াশার
মধ্যে দিয়ে কয়েক জন্ম হেঁটে প্যাভলকের
থিওরি বুঝবার মতো পুড়ন্ত চাঁদকে প্রশ্ন করতাম
স্থবির আর স্তম্ভিত যোনীপথে
অনায়াসলভ্য আদমদন্ডের অপার কৌতুহলে...
প্রশ্নবোধক শিহরণে কিছুটা অম্লতা মিশে-
  প্রশ্ন+বোধ=রোদ্দুর
                              কয়েকবিন্দু রোমান্টিক শিশির...
জঙ্ঘার পীড়ন আর মেয়ে পটানো অক্ষরচাষ

নৈর্ব্যক্তিক তপস্যা-
মাটির স্তনবৃন্ত কাঠিন্য ছেড়ে
ক্লিটোরিসের মত তুলতুলে, শীৎকারে
মৃগী রুগীর আর অন্ধ রোগিনীর সহবাসে
১কেশ্বরীয় মতবাদের  ন্যতাকে প্রকট করেছিল...

আমি তো আদতে ফ্লোরা,ফনা আর খাদ্যশৃঙখলের
পোঁদে লাথি মারা এক বায়োডাইভারসিটি...


যুযুৎসা

যুযুৎসা ছিল আজীবনের,
বৃত্তের মত
তালগাছ
আর নৌকোর মাঝি...

বোধিবৃক্ষের সামন্তরালে বসে থাকার সময়
আমি কাম জ্বরে ঋদ্ধ হয়েছিলাম।
৬ বার নাকেখত দেবার মতো
নাক ঝেড়ে তবে ক্ষান্ত...
১কান্তচারীতায় বলা-কওয়া ভাল
লাজুক বাতকম্মের চেয়ে শীঘ্রপতন
বেশি পৌরুষের...
অহল্যারা তাই আজ
পাথর না হয়ে পাথর মেরে বুঝিয়ে দেয়:

ডটেড কন্ডোমের অর্থ~
                                   ...বহুবিধ
 

আমার প্রেমের প্রথম দিনই ছিল রজ:স্বলা।


রোজনামচা

কয়েকটা ল্যাদ খাওয়া সমীকরণ
পটাপট কপচে গেলাম, ওগলালাম
থিওরেমের 'পর থিওরেম, তবুও
অঙ্কটা মিলল না! কোষ্ঠকাঠিন্যের
মতো ক্যালকুলাসের মাথাধরা
ঝিমুনিতে আমরা মন্দারমনির উপকন্ঠে
কয়েক বোতল সাবড়ে তখন বেহুশ!
আধেকলীন কিছু ঘোর লাগা মুহূর্তের সঙ্গমে
কয়েক প্রজন্মের রোজনামচার আমেজ :: =>

সকাল ৮টা: কয়েকটা সিম্বলিক স্পর্শ
১০টা থেকে বিকাল ৫টা: একটা আস্ত নাট্যোৎসবে সক্রিয় কুশীলব হয়ে দাঁতক্যালানো
সন্ধ্যে ৬ ঘটিকা: পেট পরিষ্কার, মেকাপ তোলা
৭টা থেকে রাত ১২টা: কার্নিশের ধার ঘেঁষে একের পর এক ফাউল করে যাওয়া
রাত ১২ টা থেকে পরের দিন সকাল ৮ টা: ঘাপলা>>>






সংশ্লেষ

গাণিতিক লিপ্সার ঘূর্ণন
উষ্ণতা দিয়ে কয়েক প্রজন্মের গিগাবাইট
পুড়িয়ে আজ বছর চল্লিশ!
এখন শুধুই আলোক বিবর্জিত সংশ্লেষ
 মাল্টিপ্লেক্সে তোমার হাত ধরে সবে সেদিন
ঢুকেছি আর পাশের স্কুলে ছুটির ঘন্টা!

সামনের তাল আর নারকোল গাছের সারিবদ্ধতা-
কে যেন ওদের গণিকার চিত্রকল্পে এঁকে গেছে...

অগ্রদানী সুভাষিত মেয়ে পটানো কাব্যকথা শুনে
চায়ের দোকানের থেকে ভেসে আসে ছোট্ট টিপ্পনী
কালক্ষেপের তীব্র চমকে কর্ণকুহরে ...










1 comment:

  1. Online Casino Site | Play with Bonuses!
    Best Online Casino Site 1xbet with 카지노 Bonuses! · Bovegas · CasinoSlots · BigSpins · PlaynGo · Bigwinboard · Playtech · worrione Playtech · Playtech Slots.

    ReplyDelete