দুটি
কবিতা : মাসুদার
রহমান
ঘটক
বাবা ঘটক পাঠাচ্ছে, তোমার বাবা রাজি হচ্ছে না
শ্বাসরুদ্ধ দিন সব; জেগে-থাকা রাত। জানালার পাশে বসে দেখি
মধ্যরাতে
আমাদের পেয়ারাগাছ তোমাদের কামরাঙাগাছে
জোনাকি পাঠাচ্ছে
তোমাদের কামরাঙাগাছ রাজি হচ্ছে না
সড়কে
রোদ আর ভ্যাপসা গরম। মেঘ- হঠাৎ বৃষ্টি নিয়ে
আসে
তাও খুব অল্পসময়
মেঘ সরে গেলে আবার রোদের হাসি
কালো পিচরাস্তার উপরে বৃষ্টিজলে ধোঁয়ার মতো
বাস্প ওড়ে
দেখো, সেই হালকা ধোঁয়া ছুটোছুটি খেলছে সমস্ত সড়কে
যা আসলে ধোঁয়া নয়, কবে কার গাড়ির চাকায় পিষে
যাওয়া বেড়ালের আর্তনাদ। আমাদের গাড়ির পিছু নিয়ে প্রত্যেকবার চলে আসে
গ্যারেজ পর্যন্ত
আমাদের ভেতরে ঢুকে কথা তুলে নেন কবি। আমাদের একান্ত নিজস্ব কথা। ব্রহ্মকথা হয়ে যায়।
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteআপনার লেখায় একটা ম্যাজিক ওয়ার্ল্ড খুলে যায়
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteমাসুদার,আপনার লেখায় মাদক মেশানো থাকে। পড়ার পর বহুক্ষণ হুঁশ থাকে না।সহজ ভাষা অথচ কী গভীরভাবে আপনি দেখেন!আর ম্যাজিক তৈরি করেন। আমি আপনার মুগ্ধ পাঠক। এবারের এই দুটো কবিতাও দুর্দান্ত হয়েছে।
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteদুটো লেখাতেই সহজ প্রতিদিনকার শব্দ ব্যবহার করে শেষ লাইনে এসে এক অন্য উচ্চতায় নিয়ে গেছ। ভালোবাসা
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteএভাবে কলম চলুক
ReplyDeleteএভাবে আরো কিছু ক্ষন ঘোরের মাঝে থাকতে চাই
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteঅসাধারন কবিতা...খুব ভালো লাগলো
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteসামুদ্রিক শ্যাওলার সহজ সালোকসংশ্লেষণ....
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteইসস। তোমাদের কামরাঙাগাছ রাজি হচ্ছে না। পড়েছি প্রথমেই। পড়লে চুপ করে বসে থাকতে হয়। শুধু ভাবছি এই নিজস্ব ভাবনাগুলো কোথায় পান। লেখা আপনি যেমন লেখেন, তেমনি হয়েছে। বা তার চেয়েও অল্প ওপরে, অল্প গভীরেও।
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteমাসুদার কামরাঙা গাছের প্রতি আমি একটি ব্যক্তিগত চিঠি পাঠাতে চাই ।
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteআপনার উচিৎ আরো বেশী কবিতা পাঠ। বাংলা কবিতা সময়ের সঙ্গে সঙ্গে অনেক এগিয়ে গেছে।তার প্রতিফলন কবিতায় থাকা জরুরী। কিছু মনে করবেন না। আপনিই আমার মেসেন্জারে লিংক পাঠিয়ে মতামত চেয়েছেন।
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteঅসম্ভব ভালো লাগল। প্রথম কবিতাটার রেশ এতটাই যে দ্বিতীয় কবিতা ঠিকভাবে ভেতরে নিতেই দিচ্ছিল না। ফলত আবার পড়তে হল দ্বিতীয় কবিতাটি। দুটোই দুর্দান্ত কবিতা। বরাবরের মতোই ভালো লাগল।
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteএত নতুন। এত চিরন্তন।
ReplyDeleteধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।
Deleteভালো লাগলো, কবি
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteভালো লাগলো, কবি
ReplyDeleteধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।
Delete'ঘটক'অনবদ্য! খুব সাধারণ শব্দ দিয়ে একটি আশ্চর্যরকমের ছবি। 'সড়কে'-র শেষ পঙক্তিগুলি দারুণ ভাবায়, শিউরে ওঠার মতো।
ReplyDeleteপাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
Deleteভালো লাগল দাদা
ReplyDeleteধন্যবাদ।
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteঅসাধারণ লাগলো দুটো কবিতাই। স্বল্প পরিসরে প্রায়- অনুক্ত উচ্চারণে কবিতার ভেতরকার কথা বলতে পারেন আপনি। অভিনন্দন।
ReplyDeleteধন্যবাদ।
Deleteসুন্দর সহজবোধ্য দুটি কবিতা ,,মন ছুঁয়ে দিল ।
ReplyDelete