।। কবিতা ।। মাসুদার রহমান ।।





দুটি কবিতা : মাসুদার রহমান


ঘটক

বাবা ঘটক পাঠাচ্ছে, তোমার বাবা রাজি হচ্ছে না

শ্বাসরুদ্ধ দিন সব; জেগে-থাকা রাত জানালার পাশে বসে দেখি
মধ্যরাতে
আমাদের পেয়ারাগাছ তোমাদের কামরাঙাগাছে
জোনাকি পাঠাচ্ছে

তোমাদের কামরাঙাগাছ রাজি হচ্ছে না







সড়কে

রোদ আর ভ্যাপসা গরম। মেঘ- হঠাৎ বৃষ্টি নিয়ে আসে
তাও খুব অল্পসময়

মেঘ সরে গেলে আবার রোদের হাসি

কালো পিচরাস্তার উপরে বৃষ্টিজলে ধোঁয়ার মতো বাস্প ওড়ে

দেখো, সেই হালকা ধোঁয়া ছুটোছুটি খেলছে সমস্ত সড়কে
যা আসলে ধোঁয়া নয়, কবে কার গাড়ির চাকায় পিষে যাওয়া বেড়ালের আর্তনাদ আমাদের গাড়ির পিছু নিয়ে প্রত্যেকবার চলে আসে গ্যারেজ পর্যন্ত

36 comments:

  1. আমাদের ভেতরে ঢুকে কথা তুলে নেন কবি। আমাদের একান্ত নিজস্ব কথা। ব্রহ্মকথা হয়ে যায়।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  2. আপনার লেখায় একটা ম্যাজিক ওয়ার্ল্ড খুলে যায়

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  3. মাসুদার,আপনার লেখায় মাদক মেশানো থাকে। পড়ার পর বহুক্ষণ হুঁশ থাকে না।সহজ ভাষা অথচ কী গভীরভাবে আপনি দেখেন!আর ম্যাজিক তৈরি করেন। আমি আপনার মুগ্ধ পাঠক। এবারের এই দুটো কবিতাও দুর্দান্ত হয়েছে।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  4. দুটো লেখাতেই সহজ প্রতিদিনকার শব্দ ব্যবহার করে শেষ লাইনে এসে এক অন্য উচ্চতায় নিয়ে গেছ। ভালোবাসা

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  5. এভাবে কলম চলুক
    এভাবে আরো কিছু ক্ষন ঘোরের মাঝে থাকতে চাই

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  6. অসাধারন কবিতা...খুব ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  7. সামুদ্রিক শ‍্যাওলার সহজ সালোকসংশ্লেষণ....

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  8. ইসস। তোমাদের কামরাঙাগাছ রাজি হচ্ছে না। পড়েছি প্রথমেই। পড়লে চুপ করে বসে থাকতে হয়। শুধু ভাবছি এই নিজস্ব ভাবনাগুলো কোথায় পান। লেখা আপনি যেমন লেখেন, তেমনি হয়েছে। বা তার চেয়েও অল্প ওপরে, অল্প গভীরেও।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  9. মাসুদার কামরাঙা গাছের প্রতি আমি একটি ব্যক্তিগত চিঠি পাঠাতে চাই ।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  10. আপনার উচিৎ আরো বেশী কবিতা পাঠ। বাংলা কবিতা সময়ের সঙ্গে সঙ্গে অনেক এগিয়ে গেছে।তার প্রতিফলন কবিতায় থাকা জরুরী। কিছু মনে করবেন না। আপনিই আমার মেসেন্জারে লিংক পাঠিয়ে মতামত চেয়েছেন।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  11. অসম্ভব ভালো লাগল। প্রথম কবিতাটার রেশ এতটাই যে দ্বিতীয় কবিতা ঠিকভাবে ভেতরে নিতেই দিচ্ছিল না। ফলত আবার পড়তে হল দ্বিতীয় কবিতাটি। দুটোই দুর্দান্ত কবিতা। বরাবরের মতোই ভালো লাগল।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  12. এত নতুন। এত চিরন্তন।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।

      Delete
  13. ভালো লাগলো, কবি

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  14. ভালো লাগলো, কবি

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।

      Delete
  15. 'ঘটক'অনবদ্য! খুব সাধারণ শব্দ দিয়ে একটি আশ্চর্যরকমের ছবি। 'সড়কে'-র শেষ পঙক্তিগুলি দারুণ ভাবায়, শিউরে ওঠার মতো।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete
  16. ভালো লাগল দাদা

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. অসাধারণ লাগলো দুটো কবিতাই। স্বল্প পরিসরে প্রায়- অনুক্ত উচ্চারণে কবিতার ভেতরকার কথা বলতে পারেন আপনি। অভিনন্দন।

    ReplyDelete
  19. সুন্দর সহজবোধ্য দুটি কবিতা ,,মন ছুঁয়ে দিল ।

    ReplyDelete