।। কবিতা ।। সুকান্ত সিংহ ।।





দুটি কবিতা : সুকান্ত সিংহ 



পিঁপড়ের রান্নাঘর
 

কালিদপুর যাব রমানাথের বাড়ি ওদের
পুকুর আছে নারকেল গাছ আছে ওরা
 
আগে বড়লোক ছিল এখন ততটা নয়
আগে বামপন্থী ছিল এখন চুপচাপ
রমানাথ পত্রিকা বার করে বছরে দুবার
পঁচিশে বৈশাখ শারদ একশ কপি ছাপে
 
কুড়িটা সৌজন্য সংখ্যা দশটা বিজ্ঞাপন
বাবদ কিছু বিলোয় কিছু বিক্রি হয় বাকিটা
 
কী করে জানি না আমি প্রুফ দেখে দিই
 
রমানাথের অবিবাহিতা পিসি চা এনে দেয়
তার নাকের পাটাতে ঘাম লেগে থাকে
 



সরজমিন   
 

বামগালে তিল আছে দেখো সব ঠিক করে
 
লেখো ট্রাক নয়ানজুলিতে উলটে পড়েছিল 

রাতজাগা সম্ভবত ঘুম দায়ি

স্টেয়ারিং এক্কেবারে সেঁটে গেছে ড্রাইভারের
 
বুকে খালাসি ছেলেটার বয়স অল্প এটা লেখো 
আঠারো উনিশ মাথায় মারাত্মক ক্ষত ছিটকে 

পড়েছিল পিচ রাস্তায় দুটোরই স্পটেই মৃত্যু

ফোন পাওয়া মাত্র আমরা এসেছি টাইম লেখো
 
ফোন পাওয়ার টাইম কে ফোন করেছিল

আহ্ দত্ত খালাসির চোখ আকাশের দিকে
 
ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে এটা আবার 

লেখার দরকার কী কাটো কাটো




No comments:

Post a Comment